১) নিজের


মা দুর্গা অসুর বিনাশ করেন।
দেবী সরস্বতী বিদ্যা দেন।
মা লক্ষ্মী দেন সমৃদ্ধি।


যার যা কাজ-
নিজের জায়গায় সবাই দেবী।
যার যেটা আসন-
নিজের আসনে সবাই মহান ও পূজনীয়।
তিন দেবীই বড়-
যে যার জায়গায়।


তাই নিজের দেবী 'মা'কে বললাম,
'মা, আমি নিজের জায়গায় ঠিক।
ও যেটা পারে, আমি সেটা পারি না,
কথাটা পুরো ভুল। সঠিক কথা হল-
আমি যেটা পারি, ও সেটা পারে না।
আমি আমার জায়গায় ঠিক ও বড়,
ও ওর জায়গায়।
ওর থেকে বড় না ছোট, সেটা জানি না।
অতএব এবার থেকে তুলনা করা
দয়া করে বন্ধ করো'।


নিজের তুলনা আমি নিজেই
কারণ তুলনা করা মহাপাপ!

২) অন্য


এই কথায় মুখ লাগিয়ে কোনো লাভ নেই-
তুমি ফেঁসে গেছো-
ও ছুতো পেয়ে সুযোগ নিচ্ছে।
অন্য কথা দিয়ে ওকে ঝাড়তে হবে-
অন্য একটা ছুতোর জন্য ওঁৎ পেতে
ধৈর্য ধরে অপেক্ষা করো।