নিজের সাথে তর্ক করো।
নিজের বিকাশ তাতে ঘটে।
অন্যের সাথে তর্কে জড়ালে,
নিজের বিনাশ নিশ্চিত বটে।
নিজের সাথে করলে তর্ক,
সে তোমার যুক্তিহীন ভ্রম কাটে।
অন্যের সাথে বৃথা শক্তি ক্ষয়ে,
চিন্তা ভাবনা ওঠে লাটে।
সব সত্য তোমার হৃদয়ে।
তবু মুক্তির পরশ কজনের জোটে।
অজ্ঞান মানুষ ঝগড়া করে।
কাদা মাখানো মঙ্গল ঘটে।
মুক্তি কত কাছে জেনেও
মানুষ ঘুমায় মরার খাটে।