নিজের ভিতর হারিয়ে গেছি।
পাচ্ছি না খুঁজে পথ।
নিজেরে শুধাই, 'কোথায় যাবো'?
মন বলে, 'বিপথ'।
নিজেরে শুধাই, 'কোথায় আলো'?
হৃদয় বলে, 'শপথ'।


মন খুঁজে বেড়ায় পথ।
খুঁজে পায় না সঠিক দিশা।
হৃদয় জানে সব পথ যেথায় মেলে,
সেথায় স্পন্দনই ভাষা।
পথ কেউ হারায় না, শোনো স্পন্দন,
সকল হতাশার একটাই আশা।


মন ভাবে হৃদয় ভুল বলে।
হৃদয় হাসে মিটিমিটি।
পথ হারায় পথিক,
আমরা সব সাধক, কথাটা খাঁটি।
এক জয়গায় বসে নিজেকে দেখি,
পথ হাঁটি না, টাকা মাটি।