এ দেশে ভিখারী হয়ে জন্মানো সৌভাগ্যবান-
লোকে তাকে দয়া করে ভিক্ষা দেয়।
নিম্ন মধ্যবিত্তের কপালে জোটে না সাহায্য, জোটে না মান...
দুঃখের হাসি হেসে তার দিন কেটে যায়!


ভিখারী তাকে দেখে মিটমিট করে হাসে।
নিম্ন মধ্যবিত্ত পায় না খেই অথৈ জলে-
সুখের কান্না ম্লান হয়ে দুঃখের সাগরে ভাসে।
লড়ে যাওয়ার কথা তাকে ভিখারী বলে!