কবিতা এখন মৃত, পরিস্থিতির চাপ।
কঠোর গদ্যের হানা, সময়ের সাথে খাপ।
মানুষ আজ গৃহবন্দী, রোগের বিশ্বকাপ ।
সূর্যের আলো ম্লান, কলঙ্কের ছাপ।
অর্থনীতির মুখ বন্ধ, কুয়োর জলে ঝাঁপ ।
সভ্যতা গতিহীন, হারানো উত্তাপ।
এ ওষুধ নয়, ও ওষুধ; লড়াই-য়ের ধাপ।
কে কেন পাচ্ছে সাজা, কিসের এত পাপ?
এ তো রাজার ছেলে নয় যে সাত খুন মাপ।
ভবিষ্যৎ অন্ধকার, নিয়তির অভিশাপ।