তার কাছে চাইবো কেনো বল,
সে যা দেয়, তাই নিয়ে সুখী।
সুখ কেবলই হাসির গান নয়,
তার ভক্তি গান আনন্দে সাধে দুঃখী।


নদীর মাঝ দরিয়া।
বুকের মাঝে হিয়া।


তার বুক কোথায় পাবি বল।
সুখে দুঃখে সে বুকে টেনে নেয়।
সুখ দুঃখে দিন রাতের তফাৎ,
বুকের আশাই খাঁটি, যা না ফুরায়।


নদীর মাঝ দরিয়া।
বুকের মাঝে হিয়া।


তারে যদি বুঝতে পারি তবে,
ভুলে যাব দিন রাতের খেল।
সময় সত্য জেনো, দুনিয়া অনিত্য।
তার সাথে মিলি, নেই কালের ঠেল।


নদীর মাঝ দরিয়া।
বুকের মাঝে হিয়া।


মাঝ দরিয়া শান্ত কত দেখো,
গভীরতায় শান্তি অপার।
বুকের ভিতর হৃৎস্প্দন শুনি,
ঢেউয়ের ভিড়ে পারাপার।


নদীর মাঝ দরিয়া।
বুকের মাঝে হিয়া।