সব হাসপাতালে, সব নার্সিংহোমে
এখন নার্সের অভাব।
ওসব বাজে কথা:
নার্সিং কলেজ নেই,
নার্সিং পড়ে কোনও ভবিষ্যৎ নেই,
যারা কোনও কিছুতে জায়গা করে উঠতে পারে না
কেবল তারাই নার্সিং পড়তে যায়...


আসলে মানুষ এখন নিজের সেবায় ব্যস্ত
তাই অন্যের সেবা করার সময় ও মন কোনওটাই তার নেই।
সব মানুষেরই নার্স হওয়া উচিত-
মানব সেবাইতো পরম ধর্ম। ঈশ্বর সেবাও বটে !


এরপর এমন যুগ আসতে চলেছে যে
মানুষ মলমূত্র ছাড়া কোনও কিছুই ত্যাগ করবে না আর !
তখন নার্স কেন, ডাক্তারও খুঁজে পাওয়া যাবে না !
কারণ নিজের সেবাটুকু করতেও সে অবকাশ খুঁজে পাবে না !