মায়ের বয়সী বা তার থেকে বয়সে বড় মহিলাদেরকে
আমি মায়ের আসনে বসাই |
সমবয়সী মেয়েদেরকে বান্ধবী বলি |
প্রেমিকাকে প্রেম করি |
আমার থেকে বয়সে ছোট মেয়েদেরকে
আমি বোনের মতো স্নেহ করি |
সদ্যোজাত মেয়েকে কন্যার চোখে দেখি |
পতিতাকে দেখে অসহায় লাগে,
প্রতিবাদ করি পুরুষ শাসিত সমাজের বিরুদ্ধে |
আর ধর্ষকের গায়ে থুথু দিই |


তোমার মতো নীল ছবি দেখে,
যুবতীদের শিস দিয়ে,
ভিড় বসে উপভোগ করে...
মহাষ্টমীর দিন দূর্গা মণ্ডপে গিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে
'নারী শক্তির জয়' বা 'নারী মায়ের জাতি' বলে চিৎকার করি না |


তাই আমার মাতৃভক্তি তোমার মাতৃভক্তির থেকে
শত গুণে আলাদা | তুমি আমাকে বলতে পারো, 'অধার্মিক'
কিন্তু আমার চোখে তুমি হলে: অভিশাপ!