১) ওই সাপ


ওই সাপ বলে,
'সোনা ব্যাঙ, তোর ঘরে কত সোনা'!
সোনা ব্যাঙ জবাব দেয়,
'লোকে আমায় ভালোবেসে সোনা বলে,
আমার ঘরে কোনো সোনা নেই'।
ওই সাপ, কুনো ব্যাঙকে ডেকে বলে,
'ওর চামড়া ছাড়িয়ে নাও, ওর চামড়াতেই সোনা লুকিয়ে আছে'।
ব্যাঙ দিয়েই ব্যাঙ মারা সাপের আদেশে।


গণতন্ত্রের বিপরীতে যারা কাজ করে,
তারা কেবল ছুতো খুঁজে মানুষকে যন্ত্রণা দেয়
নিজেকে ক্ষমতাশালী প্রমাণ করার জন্য।    


২) ভালো খারাপ


কে ভালো কে খারাপ বিচার করার তুমি কে?
যে কেবল নিজেকে বিচার করে,
সে সবথেকে বড় গণতন্ত্রী।
অপরকে বিচার করা নায়কের কাজ।
নায়কের পক্ষে যে, সে ভালো।
নায়কের বিপক্ষে যে, সে খারাপ।
এসব নিজের গদি টিকিয়ে রাখার আদিম লড়াই।
সবার মধ্যে ভালো আছে,
সবার মধ্যে খারাপ আছে।
ভালো খারাপ মিশিয়েই সংসার।
প্রত্যেকে যদি নিজের বিচার নিজে করে,
তাহলেই গণতন্ত্রের প্রতিষ্ঠা হবে, ভালোর জয়।
অহংকার এ কাজ করতে দেয় না,
তাই নায়ক জন্মায়।