আমাকে ছোট করলেই আমি ছোট হয়ে যাবো না।
গোটা সমাজের কাছে নিজের সত্তাকে ছোট করছো তুমি।
যার নিজের মান আছে,
সে অন্যকে ছোট করে না কখনও:
নিজের মান নিজে রাখতে শেখো-
তা না হলে তোমার থুতু তোমার গা দিয়েই গড়িয়ে পড়বে,
আর আমার থুতু গিলে নিয়ে আমি সহজেই হজম করে ফেলবো!
তোমার শিক্ষা নিয়ে সমাজ প্রশ্ন করবে-
আমি মিটমিট করে হাসবো আর হাততালি দেবো।
তারপর তুমি নিজের মান নিজে রাখতে শিখবে,
নচেৎ মানুষরে কাছে মর্যাদা ভিক্ষা করে বেড়াবে...