টাকা দিয়ে কেউ উপকার কেনে,
কেউবা ভালো খাবার দিয়ে,
কেউবা জামা কাপড়...।


আমি কিনি মিষ্টি ব্যবহারে,
সহযোগিতার হাত বাড়িয়ে,
বিপদের বন্ধু হয়ে...।


পয়সা দিয়ে উপকার কেনা গেলেও,
চরিত্র কেনা যায় না।


মানুষের চরিত্র বেরিয়ে পড়ে
সময়ে নয়, তবে অসময়ে।
মানুষের মনুষ্যত্ব ঘুরপাক খায়
অসময়ের মায়াজালে।