সব পুড়ে ছাই হয়ে গেল।
বহু কষ্টে দাঁড় করিয়েছিলাম ব্যবসা।
ছোট বেলায় বাবাকে হারিয়েছি, বারো বছর বয়সে মাকে...
পাশে ছিল স্ত্রী, আশা।


লেখাপড়া বিশেষ কিছু শিখিনি।
মুদির দোকানে কাজ করে শিখেছিলাম হিসেব কষা।
শাড়ি কেনা বেচার কথাটা তারপর মাথায় এল...
পাশে ছিল স্ত্রী, আশা।


বড় দোকান, চলছিল বেশ।
বাড়ি, গাড়ি, ব্যাঙ্ক ব্যালেন্স- সমাজে গেঁড়ে বসা।
মনে হল হাতে পেয়েছি আকাশের চাঁদ...
পাশে ছিল স্ত্রী, আশা।


আজ দোকান পুড়ে ছাই।
লক্ষ টাকায় হারানো হতাশা।
চোরা বালিতে অস্তিত্ব ডুবে যাওয়া...
পাশে আছে স্ত্রী, আশা।