১) প্রাধান্য


বাঙালিদের বাজে রোগ-
লোকে কি বলছে?
লোকে কি বলছে করতে গিয়ে
শিক্ষিত বাঙালি বহু অশিক্ষিত মানুষকে
অহেতুক প্রাধান্য দিয়ে বসে নিজেরই অজান্তে।
এতে কি হয়?
উঁচু হওয়া সত্ত্বেও নীচুর কাছে ছোট হয়ে যাওয়া।
নীচু যে, সে কেবল বলেই খালাস,
তার কোনো গা মাখামাখি নেই।
অথচ আমি তুমি অহেতুক গা মাখামাখি করে
সমাজে নিজেদের সম্মান হারাই।
এ রোগের ওষুধ একটাই-
ভেজাল সাহেবি আনায় বিশ্বাস না করে
খাঁটি বাঙালি আনায় বিশ্বাস করো।  


২) মরা গাছ


নিষ্প্রাণ গাছ মরাই হয়।
যা ঘর সাজায়,
তা কখনো মন সাজায় না।
মরা গাছের মতো মন তাই নিষ্প্রাণ,
দেহে প্রাণ থাকা সত্ত্বেও।
আধুনিকতার মায়াজালে তাই ঘরের সৌন্দর্য বেড়েই চলে,
আর মন হারায় স্বার্থের অতল পাঁকে-
যেন মন্দিরে দেবতা নেই।
অক্সিজেন-এর বড় হাহাকার ঘরে, বাইরেও।
জানবেন একটি গাছ কেবল একটি প্রাণ নয়, একটি মনও বটে।