কোএড ইস্কুল
এক সাথে পড়া নয় কেবল
হাসি গান কান্না মারপিট
টিফিন ভাগ করে খাওয়া
একে অপরের অন্তরের কথা গুপ্ত না হয়ে থাকা
এক কথায়
জীবনটা ভাগ করে নেওয়া

প্রথম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক
তারপর যে যার আলাদা

কোনো মেয়ে ওপরে উঠে গেলে
নীচে ফিরে তাকায় না কখনো
ওপরেই তাকায়
কোনো ছেলে নীচে রয়ে গেলে
ওপরে তাকায় না চোখ তুলে কখনো
নীচেই তাকায়
বিয়ে হয় স্টেটাস-এর সাথে স্টেটাস-এর

বহু বছর পরে দেখা আবার
যে যার স্টেটাস নিয়ে সেটেল
তবুও বুকে কোথাও খোঁচা
প্রেম কখনো মরে না
পদ মর্যাদার মতো সে অমর

কেমন আছিস?
ভালো আছি।
এখানেই শেষ নয়...
একটা নরম গরম হাগ্
প্রেমেই স্পর্শ, স্পর্শ প্রেমে!