তুমি যে কুলেই জন্মাও,
তুমি যে কোণেই জন্মাও,
তুমি যে কালেই জন্মাও,
তুমি যে কর্মফলেই জন্মাও...
তোমাকে আটকাবার সাধ্য কার?
তুমি ঈশ্বরের মতোই অজেয়!
তোমার নাম প্রতিভা।


এক সত্যজিৎ সূর্যের মতো জ্বলে উঠলো।
সে কেবল বাঙালি নয়, সে বিশ্বনাগরিক।
প্রতিভার কোনও জাতি নেই,
নেই কোনও ভাষা, নেই ধর্ম, নেই গণ্ডি।
সে সূর্যের মতো সবার সম্পত্তি।
সে আলোর মতো সবার সম্পদ।


যে বলে, আমি বাঙালি বলে পিছিয়ে,
সে পিছিয়ে নিজের অস্তিত্বের কাছে,
আর কারো কাছে নয়।
কারণ নিজের অস্তিত্ব না চিনলে,
প্রতিভার বিকাশ ঘটে না।


জন্ম একটা ঘটনা মাত্র।
কর্ম হল সময়-
যার আদি নেই, নেই অন্ত।
সে ধর্ম নয়, ধর্মেরও বড়।


নিজের অস্তিত্ব জানলে,
নিজেকে বাঙালি বলে মনে হবে না।
মনে হবে বিশ্বনাগরিক।