সে নিখুঁত হাতে টানছে সুতো।
লুডো খেলা অত সহজ নয়।
ভাগ্য নেই নিজের হাতে।
অজানাতে লুকিয়ে ভবিষ্যতের ভয়।


খেলি আমরা দুজন- আমি ও আমার সত্তা।
খোঁজ রাখে আরো দুজন- সময় ও বড়কর্তা।


মই তার আশীর্বাদের সোপান।
সাপ কর্মফলের অপর নাম।
ঘরগুলো জীবনের একেকটা অধ্যায়।
খেলার বোর্ডটা তার আপন ধাম।
ঘুঁটি গুলো চাওয়া না পাওয়ার সংকেত।
ছক্কাটা যাচাই করে খাটুনির দাম।


খেলি আমরা দুজন- আমি ও আমার সত্তা।
খোঁজ রাখে আরো দুজন- সময় ও বড়কর্তা।


সে নিখুঁত হাতে টানছে সুতো।
লুডো খেলা অত সহজ নয়।
ভাগ্য নেই নিজের হাতে।
অজানাতে লুকিয়ে ভবিষ্যতের ভয়।