খাঁচায় বন্ধ চায়না থাকতে এই মনপ্রাণ,
গাইছি আজ আমি তাই স্বাধীনতার গান |


ইচ্ছে করে পাখির মতো মেলে দিই ডানা |
অনন্ত নীল আকাশই হোক আমার ঠিকানা |


যদি দুরন্ত খরগোশ হতে পারি-
দিগন্ত থেকে দিগন্তে শুধুই লাফ মারি |


ইচ্ছে করে ভ্রমর হয়ে ফুলে ফুলে ঘুরি:
স্বাধীনতার মধু খেয়ে তারই প্রেমে মরি |


ইচ্ছে করে গাছ হয়ে ভাই হওয়ার সাথে দুলি,
তালে তালে মুক্ত মনে নাচাই ডালগুলি |


ইচ্ছে করে নদী হয়ে আপন বেগে বইতে |
দু কূলের সাথে শুধুই স্বাধীন কথা কইতে |