'সময় কী'?


'যা তোমার জীবনকে ধরে রাখে'।


'সময় কীভাবে জীবনকে ধরে রাখে'?


'জলকে যেমন পাত্র ধরে রাখে।
পাত্র যদি না থাকতো জলকে ধরা যেত না।
তুমি আমি কেউই জল পান করতে পারতাম না।
তাকে ধরতে পারলে তো পান করবো'।


'যদি না ধরতে পারতাম, তাহলে কী হতো'?


'জীবন বয়ে যেত অনিশ্চয়তায়-
যেখানে সময় মূল্যহীন।
আর সময় ছাড়া জীবনও অস্তিত্বহীন'।


'জীবনকে ধরে রাখার উপায়'?


'অযথা সময় নষ্ট না করে,
সময়ের সাথে তাল মিলিয়ে চলা'।