'মুক্তি কী'?


'সকলে দেখবে পরের কথা পাঁচ কান করে।
তারা বদ্ধ জীব।
যে মুক্ত, সে সদা নিজেকে নিয়ে ব্যস্ত'।


'কেমন করে'?


'ভালোবেসে আপন করা যায়,
কারোকে ছোট করলে, সে দূরে চলে যায়।
ভালোবেসে জয় করো মানুষের হৃদয়-
কারোকে অপমান করে কখনো বড় হওয়া যায় না।
নিজের কথা ভাবা স্বার্থপরতা নয়,
বরং পরচর্চার অন্যায় বন্ধন থেকে বেরিয়ে আসা'।  


'বুঝলাম। কিন্তু উপায় কী?
কীভাবে মুক্ত করবো নিজেকে সময়ের নিষ্ঠুর নাগপাশ থেকে'?


'নিজেকে নিয়ে ভাবো ও নিজেকে বিকাশ করো।
সকলে যদি নিজের ভাল বোঝে,
তাহলে অপরের চর্চা করার অবকাশ খুঁজে পাবে না।
আর নিজের ভাল না ভাবলে,
অপরের ভাল কখনোই ভাবা যায় না'।