আমাদের প্রত্যেকের ভিতরেই একটা সম্রাট অশোক লুকিয়ে আছে-
চণ্ডাল আর ধার্মিকের মধ্যে প্রবল লড়াইয়ে মাতে হৃদয় !
কে করবে মাথা নত কার কাছে ?
বিবেক আমায় দেখিয়ে দেয় রাত শেষে ভোরের সূর্যোদয়...
জন্ম মৃত্যু যেমন হাত ধরাধরি করে এক সাথে বাঁচে,
তেমনই জোয়ার ভাটার মতো পাপ পুণ্য এই বিশ্ব চরাচরে ঘুরে বেড়ায়।
মানুষ গড়ে ওঠে মানুষেরই ধাঁচে-
মানুষের ভিতরেই মানুষ জন্মায়, মানুষের ভিতরেই মানুষ হারায়।