১) ভারী


'কাঁধে কালো দাগ।
বিশ্রী দেখায়।
শহরে কী কাজ করো ভাই ?
চুরি করে জেলে গিয়ে মার খাও নি তো'!


জল কাঁধে, জল চোখে...বললো,
'আজ্ঞে লোকের বাড়ি বাড়ি জল দিই'।


২) মাথা নেড়া


'এ কী মেয়ে মানুষের মাথা নেড়া কেন'?


'মায়ের কেমো চলছে...'।


৩) জবাব


মানুষের অপমানের জবাব দিতে নেই।
সময় বলে দেবে
সতের বেঁচে থাকার খেই !


৪) ক্লাস ওয়ার


কাকটা একটা একটা করে কাঠি
ঠোঁটে করে তুলে গাছের ডালে রাখছে।
দিনের শেষে বাসা তৈরি।


রাতের অন্ধকারে প্রকৃতির অজান্তে
একটা কোকিল এসে বাসায় ডিম পেড়ে গেল!


৫) সচেতনতা বোধ


করোনা মানুষের থেকে পশুতে ছড়ায়।
পশুর থেকে মানুষকে সংক্রমিত করে না।


বিজ্ঞানীরা প্রমাণ করেছেন সচেতনতা বোধ।


৬) কারো জায়গা


কারো জায়গা কেউ নিতে পারে না।
কবির জায়গা কবির কবিতাই নেবে,
অন্য কোনও কবি নয়।
তার কবিতার জায়গা নেবে, তার কবিতারই ভাবনা,
অন্য কারো কবিতা নয়।


৭) মাস্টারদা


দাঁত নখ সব উপড়ে নিয়েছিল সাদা হায়নার দল।
সত্তা উপড়ে ফেলা যায় না।
স্বাধীনতাও।
মানুষের সত্তায় যে বাঁচে, তার নাম স্বাধীনতা।