ও নাবালক
নিতান্তই শিশু
ওর মধ্যে স্বয়ং নারায়ণ আছেন
কর্তার ইচ্ছাতেই কর্ম
কোনো প্রমাণ নেই
অতএব ওকে ছেড়ে দাও


ও আর পাঁচজনের মতো
পাড়ায় ঘুরে বেড়ায়
জালে মাছ ধরে
পাত পেড়ে ভাত খায়  
রাতে পাখিও ধরে


এখন ওর মধ্যে আর নারায়ণ নেই
আছেন নারদ মুনি
সে আরো সাংঘাতিক
সে নিজে পাপ করে না
তবে পাপ করায় জেনে বুঝে
তাকে প্রমাণ করা আরো কষ্ট


সেদিন যে মেয়েটা ভেসে গেছিল
সে আকাশের তারা হয়ে মিটমিট করে দেখে
ভারতের ভবিতব্য।