তুমি তো প্রেমের প্রতীক-
যে তোমার জীবন বাঁচালো
দুরন্ত বাঘিনীর হাত থেকে,
তুমি তাকে খুন করে
বিয়ে করলে তার স্ত্রীকে।
লোকে বলে,
নূর জাহান তোমার শক্তির হেতু।


কিন্তু আনারকলি কি দোষ করেছিল?
তোমার ভুলের জন্যই তো জ্যান্ত মরতে হল তাকে,
তোমারই বাবা, সম্রাট আকবরের হাতে!


সেলিম তুমি প্রেমিক নও-
তুমি প্রেমের নামে এক ছলনা-
ক্ষমতা আর রূপের দালাল।
এই দালালিতে নেই বিশ্বাস ও শ্রদ্ধা-
আছে কেবল সাম্রাজ্যের নিষ্ঠুর বিস্তার।
প্রেমের নামে তুমি এক হাহাকার...