শুনছি আগামী বছর ভাল হবে-
এই করে করে এক যুগ মানে বারো বছর কেটে গেল।
কই জীবনে তেমন কোনো পরিবর্তনই এলো না!
জীবন যে ভাবে চলছিল,
সে ভাবেই চলছে।
বড় লোকের পয়সার কোনো অভাব নেই,
গরীবের অভাবের কোনো শেষ নেই,
আর মধ্যবিত্ত দো টানায়।


তা বলে কী স্বপ্ন দেখবো না?
না, বড় লোক হওয়ার স্বপ্ন আমি কখনোই দেখি না,
দেখি কেবল সচ্ছলতার স্বপ্ন-
যেখানে আমার স্বপ্ন ও বাস্তব মিলে মিশে একাকার।
প্রত্যেক বছরের প্রথম দিন ভোরে
আমি এই আশা নিয়েই চোখ খুলি-
আমি আমার জায়গা খুঁজে পাবো।

শুনছি এই বছরেই আমি আমাকে ফিরে পাবো
আর যত না পাওয়া আর আমার দিকে ফিরে তাকাবে না কখনো।