'কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিতেই
আমি তোমাকে এই কথা গুলো বললাম'।


'ঠাকুরদা ক্যান্সার-এ মারা গিয়েছিলেন।
একেবারে নিঃস্ব করে দিয়ে চলে গেলেন।
জমি বাড়ি কিছুই আর রইল না।
বাবা খুব কষ্ট করে আমাকে মানুষ করেছেন।
বাবার পেনশন নেই।
বাবার বয়স হয়ে গেছে, আর কত কামাবেন।
মা গৃহ বধূ।
মায়ের হাঁপানির অসুখ।
আমি মায়ের পুরো চিকিৎসা করাচ্ছি।
বাবা সংসার টানছেন।
সংসারে আমিও কিছু দিচ্ছি'।


'মায়ের কাছে থেকে মায়ের সেবা করো'।


'দূরে চাকরি করি।
তা না করলে কামাবো কিভাবে?
আপনার কোলে বসে তো আর কামাতে পারবো না'!


সমাজ সকলকে কর্তব্যের কথা শোনায়,
কিন্তু সে নিজে কারো প্রতি কখনো কোনো কর্তব্য করে না,
অথচ সকলকে তার প্রতি কর্তব্য করতে হয়,
তা না হলেই ঘোর বিপদ।