১) সময়


সময় আবার ভালো খারাপ কি!
আরে সময় ভালো মানে
জীবনের সব ঘটনা
তোমার পক্ষে ঘটবে।
আর সময় খারাপ মানে
জীবনের সব ঘটনা
তোমার বিপক্ষে ঘটবে।


ভালো সময়ে যা চাইবে,
তাই পাবে,
মিথ্যে বললেও সকলে তোমায় বিশ্বাস করবে।
খারাপ সময়ে যোগ্যতা থাকা সত্ত্বেও
কিছুই পাবে না,
সত্যি বললেও লোকে ভাববে ডাহা মিথ্যে।


জেনে রাখো,
দুঃসময় আসার পরেই সুসময় আসে।


২) সততার দাম


'আমি টাকার ব্যাগটা অটোয় ফেলে গেছিলাম'।
'আমি ট্রাফিক পুলিশের কাছে জমা দিয়েছি'।
'অশেষ ধন্যবাদ'।


'ব্যাগটা আমি পেয়ে গেছি।
একশো টাকা রাখুন, মিষ্টি খাবেন'।
'আমার সততার দাম মাত্র একশো টাকা'!
'ক্ষমা করুন'।