সময় কখনো ভাল বা খারাপ হয় না-
সময়ে যা ঘটনা ঘটে, তা আমার পক্ষে
আর অসময়ে যা ঘটে, তা আমার বিপক্ষে।


সময় আছে মানেই অসময় থাকবে।
যেমন আকাশে দুঃখের মেঘ জমে,
তারপরে আসে সুখের বৃষ্টি।
আনন্দে আপ্লুত খাল বিল নদী নালা
সুখের আনন্দে কাঁদে।
হঠাৎ হালকা হয়ে যাওয়া বাষ্প আকাশ পানে জমায় পাড়ি।
তারপরে সে ভারাক্রান্ত হয়ে মেঘে পরিণত হয়।
আবার মেঘ ঝরে বৃষ্টি পড়ে।  
দুঃখ ও সুখ মেঘ বৃষ্টির মতো লুকোচুরি খেলে
জীবনের আকাশের পটভূমিতে।


তাই মেঘ দেখে ভয় পেও না
আর বৃষ্টির সাথে পেখম তুলে নেচো না।
সময় যেমন নিত্য, অসময়ও তেমন নিত্য।
অনিত্য কেবল জীবন- সময়ের সাথে টিকে আছে
কিন্তু অসময়ের সাথে বেঁচে নেই।