বন্ধ্যা- জমি থেকে মেয়ে মানুষ-
বেঁচে থাকে মরার মতো কফিনে শুয়ে এই সমাজে:
গতির তেজে ম্রিয়মাণ মানবিক রূপ...
ঠিক তেমনই শীত ঘুমে ঘুমিয়ে থাকে গভীর লাজে!

খিলটা বন্ধ রাখে সদর দরজা,
ছিটকানিটা সাহায্য করে তাকে |
সুতো ছেঁড়া যায় অতি সহজে
কিন্তু মাঞ্জা দেওয়া থাকলে ছাল উঠে যায় আঙুলের ফাঁকে |


নিজস্বতা বজায় রাখতেই হবে-
এটা এ যুগের ধ্যান জ্ঞান ধর্ম |
সংকীর্ণতা যদি গ্রাস করে নেয়,
দায় হয়ে যাবে বোঝা বাঁচার মর্ম |


প্রযুক্তির হাত অঢেল-
দূরকে করেছে সে নিকট, নিকটকে বহু দূর |
একা বাঁচা সোজা নয়, তবে একাকীত্বে ভুল বোঝাবুঝি নেই- নিজের সাথে ছাড়া!
মানিয়ে চলার শক্তির অর্থ আজ চেনা গানের বেসুরো সুর!