১) সোনা


'বাবা, আমার সোনা চাই'।


'ওই যে দু বিঘা জমি দেখছো,
তার নীচে পোঁতা আছে সোনা'।


দু বিঘা জমি খুঁড়তে লাগলো ছয় মাস,
কিন্তু সোনা কোথায়?


'কোথায় সোনা বাবা'?


'এই বীজ গুলো পুঁতে ফেলো।
তিন মাস বাদে ফলবে সোনার ফসল'।


২) বন্ধু


'তুই কি কাজ করতে চাস'?


মাধব সরল মনে সবকিছু যাদবকে বলে দিলো।
ভাবনা চুরি করা অপরাধ নয়,
ভাষা তো নিজের।  
যাদব পিএইচডি-র সংক্ষিপ্তসার জমা করে দিলো।
পিছিয়ে গেলো মাধব।


যাদব ওপরে উঠতেই থাকলো
আর শত মাধবেরা তলিয়ে যেতে লাগলো।


একদিন অন্য এক মাধবকে
যাদব একই প্রশ্ন জিজ্ঞেস করলো।
সে দেখালো ভুল পথ।
লোভে পড়ে ভুল পথে গিয়ে
চোরাবালিতে ডুবলো যাদব-
আর উঠলো না।


তখন সকল মাধবেরা বললো,
'অকাজটাও কাজ যতক্ষণ না অপরের ক্ষতি হয়।
অপরের ক্ষতি করলে তা কুকাজ।
কুকাজের ফল মৃত্যু'।