১) সঞ্চয়


বড় লোক
হাতে প্রচুর টাকা
টাকা উড়িয়ে চলে দিন
কিন্তু বড় লোক নয়
সঞ্চয় কোথায়?


গরীব লোক
হাতে গোণা টাকা
টাকা বেঁধে চলে দিন
কিন্তু গরীব নয়
কালকের কথা ভাবে!


২) থালা


দশমীর ভাসান।
লোকটার হাতে থালা-
থালার ওপর বাচ্চা মেয়েটা মা কালী সেজে দাঁড়িয়ে-
মানুষকে চমকে দেওয়ার মতো ভাবনা।


কাছে গিয়ে লোকটাকে জিজ্ঞেস করলাম,
'দাদা, মেয়েটা পড়ে যাবে না তো'?
'দড়ি দিয়ে বাঁধা আছে'।
কিন্তু দড়ি দেখতে পেলাম না,
আর কথা বাড়াইনি।


মনে হল,
নিয়তি আমার প্রাণ পাখিটাকে ধরে আছে শক্ত করে-
ওর হাত থেকে পালাবার কোনো সুযোগ নেই,
অতএব ওর দালালি করে
ভয়ে ভয়ে মরে বেঁচে থাকা-
এছাড়া আর উপায় কি!