ইডেন গার্ডেন-এ স্পাই ক্যাম বসালে
চিল এসে তার কেটে দিয়ে যায়।
কেন তা কেউ জানে না!


ইডেন মানে ঈশ্বরের ভূমি-
আমরা সকলে খেলোয়াড়-
প্রাণের আবেগে সময়ের সাথে খেলা করি।
সময়কে যেমন ঘড়িতে বাঁধা যায় না,
সে চিরন্তন,
তেমনই প্রাণের আবেগকে
কখনো ক্যামেরায় বাঁধা যায় না,
তা শাশ্বত।  


জীবনের চলার পথে,
খেলার পথে,
প্রাণের যে আবেগ
তা সময়ের মতোই সত্য।


চিল জানে এই সত্য-
তাকে মহাকাল পাঠায়
যাতে সে নিয়তিকে
প্রাণের আবেগ ধরে রাখতে বাঁধা দেয়।


নিয়তিই পরিণতি-
আমরা সকলে তা জানি
কিন্তু আবেগ অপরাজেয়।
এই আবেগই মনুষ্য জাতিকে
এখনো পৃথিবীর কোল থেকে
বিলুপ্ত হতে দেয় নি!
আর এই আবেগ থেকেই কবিতার জন্ম!