ঘেঁটু ফুল ফুটল বাগানে স্বমহিমায়।
গোলাপের সারি অহংকারে অন্ধ।
ঘেঁটু বলে, 'ভুলো না আমায়,
হতে পারি আমি মন্দ'।


গোলাপ বলে, 'তুই নীচু, নীচেই থাক্'।
ঘেঁটু জবাব দেয়,
'উঁচু নীচু বুঝিনা বাপু,
এ অধমে খেটে খায়'।


গোলাপ বলে, 'দেখ্ আমি কত সুন্দর'।
ঘেঁটু বলে, 'তা ঠিক কথা-
কিন্তু আমরা দুজনেই যে ফুল...
এ কথা বলছে গাছ পাতা লতা'।


গোলাপ বলে রেগে গিয়ে,
'তুই জন্মালি কেন বল্'?
ঘেঁটু বলে, 'আমি যদি না হতাম,
কাকে ছোট করে তুমি পেতে বল'!


গোলাপ বলে, 'তোর কী মূল্য?
আমার মূল্য সীমাহীন'।
ঘেঁটু বলে, 'আমি তোমার কাজে আসি,
যদিও আমি কুৎসিত দীনহীন'।