কী নিয়ে লিখবো ভাববার আগেই
লেখা শুরু করে দিলাম।
জানি কাজের থেকে অকাজের কথা হবে বেশি।
অকাজও এক ধরণের কাজ।


আজ মন হারিয়ে যায়নি-
মন হারিয়ে না গেলে কবিতা আসে না।
সব কবিতার জন্মই নিরুদ্দেশে
কিন্তু আজ কবিরাই নিরুদ্দেশ,
তাই অচিন দেশে ঘুরে ঘুরেও মেলে না কবিতার দেখা।
এক দু জন কবির দেখা মেলে বৈকি-
তারা জানতে চায় তাদের চেনা শহরের কথা।
কবি নিরুদ্দেশে কিন্তু কবির মন ঘুরপাক খায় চেনা গলিতে,
তাই কবিতা মাথা কুটে মরে।


আমি লিখতে বসে আবিষ্কার করলাম
এই সত্য- কবি ও কবিতার অস্তিত্ব।
না, আমি কোনও বিজ্ঞানী নই,
আমি অকাজের ভিড়ে খুঁজে পেয়েছি একটা শব্দ,
সেটাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়াই এখন কাজ।


কী শব্দ?
কোথায় পৌঁছে দিতে হবে?
আপনারা জানেন?


শব্দের নাম 'স্রোত'।
তাকে পৌঁছে দিতে হবে মজে যাওয়া নদীর বুকে!