'এই যে দুর্ঘটনায়  তোমার পা ভাঙলো,
এত ঠাকুর ডাকো,
কই ঠাকুর তো বাঁচাতে এল না'।


'ওমা ঠাকুর কেন বাঁচাবে'!


'তাহলে ঠাকুর ডাকছো কেন'?


'যে আমাকে ধাক্কা মেরে চলে গেল,
আমি তার মঙ্গল কামনা করলাম।
যে এখন আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছে,
তারও মঙ্গল কামনা করছি।
নিজের ভিতরকার শুভ শক্তিকে জাগিয়ে তোলা, আর কী'।


'সে তো এমনিও জাগানো যায়'।


'সহ্য করতে শিখেছি বলেই তো ব্যথা পাই।
যার সহ্য করার ক্ষমতা নেই, তার ব্যথা পাওয়ারও অধিকার নেই!
তিঁনি সহ্য করতে শেখান'।