সেই পিঁপড়ে গুলো এল
তিনটে তারা কাঁধে নিয়ে।
ঘুরলো ডালে ডালে পাতায় পাতায়।
ভরে দিলো ডিম মাতৃ জঠরে!
কাঁদলো মাটি। কাঁদলো মানুষ।
হারিয়ে যাওয়া সম্মানের ভিড়ে জন্মালো
চরম অসম্মান!
যেখানে রক্ষকই ভক্ষক।


এই পিঁপড়ে গুলোর কাঁধে তারা নেই।
তারা বয়ে আনা পিঁপড়েদের তারা তাড়া করলো।
হারিয়ে ফেললো পথ জনতার ভিড়ে।
আততায়ী শাস্ত্র মতে বধ্য।  
শুকিয়ে গেল মায়েদের চোখের জল।
আবার মাতৃ জঠরে ডিম ভরলো তারা বয়ে আনা পিঁপড়ের দল।  
আবার জন্মাবে তারা বিহীন পিঁপড়ের দল।


যে প্রকৃত রক্ষক তার ঠাঁই নেই।
প্রকৃতির এমনই লীলা!  
স্বাধীনতা সংগ্রামের শেষ নেই।
সবার কাছে স্বাধীনতার মানে এক নয়।
তাই কারো ভগবান অন্য কারো কাছে শয়তানও হতে পারে!
স্বাধীনতার ব্যাখ্যা হৃদয়ে...