বৃষ্টি হয়ে ঝরে গেছে আকাশ,
মেটেনি তবু মাটির পিপাসা।
শীতের রুক্ষতা ম্লান করে ডালপালা-
বসন্ত আসার নেই কোনও ভরসা।
চারিদিকে ধূ ধূ বালুচর...
তোমায় খুঁজবে তাই এই মন বাঁধে আশা।


বাড়িয়ে দু হাত আলেয়া ডাকে আমায়-
তারপর শুধুই ঘন অন্ধকার।
আমার চোখে জ্বলে নাকো আলো...
ব্যর্থ হয়েছি তোমাকে পেতে বারংবার।
কোথায় গেলে পাব তোমায় বলো?
কোনও পথ খোলা নেই যে আর!


জমজমাট বিশ্ব হই হুল্লোড়ে ভরা,
তবু এ জীবন মরুভূমি।
রাধাচূড়ায় থোকা থোকা ফুল,
তবু নিষ্প্রাণ ধান খেতের জমি।
অভাব নেই কোনও কিছুর,
তবু নেই শুধু তুমি...