১) ট্রেন্ড


পার্টনার বদলে নাও।
এ ওর কাঁধে হাত রাখো।
এরপর ছবি তুলে ফেসবুক-এ পোস্ট।
আমরা পোস্ট মডার্ন।


বদলে যায় সময়।
বদলে যায় সভ্যতা।
বদলে যায় স্পর্শ।
বদলে যায় সম্পর্ক।


সময়ের সাথে তাল মিলিয়ে না চললেই বিপদ।
আবার সময়ের সাথে দৌড়াতে গিয়ে
বহু লোক হোঁচটও খায়।


ফেসবুক সিরিয়াস নয়,
তবু কেন ফেসবুক দেখে প্রেম হয়?
ফেসবুক দেখে ঘর ভাঙে বলে তো শুনিনি।


২) রাগ


রাগের মাথায় ভুল করে কিছু বলা বা করা।
বলার প্রমাণ থাকে না
কিন্তু করার প্রমাণ থাকে বৈকি।
ভালো মানুষেরও রাগ থাকে-
এক নিমেষে খারাপ হতে কতক্ষণ!


রাগ ছাড়া কেউ বাঁচে না।
রাগ না থাকলে জীবন বৃথা।
কিন্তু রাগ পুষে রাখা খারাপ।
কথায় কথায় রেগে যাওয়াও খারাপ।


তাই অন্যের ওপর রাগ করে
অযথা নিজের ক্ষতি করো না।