মানব সভ্যতা অবিনশ্বর,
যন্ত্র নশ্বর |


মানুষ যন্ত্র গড়ে, যন্ত্র মানুষ গড়ে না |
মানব প্রকৃতি যখন যন্ত্রের ভিতর আবদ্ধ-
মানব সভ্যতার ইতি রচিত হয়
কারণ স্বাধীন চিন্তা ভাবনা ধুয়ে যায়
যেমন বৃষ্টির জল ধুয়ে দেয় রাস্তার ধুলো |


মানুষের লোভ যখন প্রকৃতিকে নির্ভয়া ভেবে
গণধর্ষণ করে, তখন মানব সভ্যতার আঙিনায়
কোকিলের কুহু শ্মশানের স্তব্ধতায় পরিণত হয় |
প্রকৃতি ঘুরে দাঁড়ায় যেমন চিতার আগুন গিলে নেয়
আস্ত মৃতদেহ |


যখন যন্ত্র অবিনশ্বর,
মানব সভ্যতা নশ্বর-
ঘোমটার আড়াল থেকে প্রকৃতি বেরিয়ে আসেন,
হুংকার দেন, 'সত্তা হারিও না |
আমার কোলে তোমার জন্ম-
কোল ফাঁকা করে নিজের শেষ ছাউনিটুকু নষ্ট কোরো না |
যন্ত্র তোমার ঘিলু চেটে খাবে,
বিবেকের প্রদীপ ফুঁ দিয়ে নিভিয়ে দেবে |
ভুলে যেও না আমিও ঘুরে দাঁড়াতে পারি-
নিজের শেষ নিজে ডেকে এনো না |
যন্ত্র চিন্তা করতে শেখায় নি তোমায় কারণ
সে তোমার চিন্তারই বহিঃপ্রকাশ |
এখন তুমি তার দাস, তাই আমার ত্যাজ্য' |