১) ভাসান


বিজয়া দশমীর ভাসান
মণ্ডপে মৃত্যুর স্তব্ধতা
বিজয়ার আনন্দ ঘোলা জলে।


ভেসে গেছে ঘর
ভেসে গেছে বাড়ি
ভেসে গেছে ঘটি বাটি সংসার
ভেসে গেছে গৃহপালিত গরু।


ভেসে গেছে স্বামী
ভেসে গেছে স্ত্রী সন্তান
ভাই বোনও নিখোঁজ।


নদীর কবলে গ্রাম
সমুদ্রের কবলে জনপদ।


চারদিকে কেবল জল
জীবনের অপর নাম
এখন জীবনের হাহাকার।


তৃষ্ণার জল শুকনো বালু
জমা জলে মারণ ব্যাধি
চোখের জলে শতাব্দীর অপার শূন্যতা।


সময়ের জোয়ার
অস্তিত্বের ভাটা।


২) পুলিশ


ছ বছরের ছেলে
বহুবার ১০০ নম্বরে ফোন করে জানিয়েছে,
'মা সারা দিন লেখাপড়া করতে বলে'।
পুলিশ দু দুবার ফোন করে দু দুটো প্রশ্ন করেছে,
'ফোন আপনারা বাচ্চাদের নাগালে রাখেন কেন'?
'সত্যি কী আপনারা বাচ্চাদের বেশি চাপ দেন'?
ওপার থেকে এখনও কোনও উত্তর আসেনি।