তার দুটি চরণ আমার বেদ।
পথ চলায় ক্ষয়ে যাক না আমার চরণ
মনে থাকবে না কোনো খেদ।


তার কপাল খানি আমার বেদাঙ্গ।
আমার কপাল খুলুক ছাই না খুলুক,
কপালে তার আভার নেই যে সাঙ্গ।


তার দুটি বাহু আমার বেদান্ত।
পুরীর জগন্নাথের মতো যদি
বাড়াতে না পারি হাত, ভাবনার হবে না অন্ত।


তার চোখ দুটি আমার বিদ্যা-স্থানেভ্য।
আমার চোখ দৃষ্টি হারাক ক্ষতি নেই,
মনের চোখে দেখি সময়ের ভবিতব্য।