সব কিছুরই পুজো হয়।
পুজো মানে সাধনা।
আর সাধনা না করলে জীবনে সফল হওয়া যায় না।
তাই প্রত্যেক ধাপেই একজন করে দেবতা থাকেন।
যেমন জ্ঞানের কাণ্ডারী সরস্বতী, ধনের কাণ্ডারী লক্ষ্মী,
সিদ্ধির কাণ্ডারী গণেশ আর যুদ্ধের কাণ্ডারী কার্তিক।


যারা কারিগর, তাদেরও দেবতা আছেন বৈকি।
কর্মী মানুষই কারিগর হয়।
সারা বিশ্বে একজন কর্মী, সে বিশ্বকর্মা।
নিপুণ হস্তে তিনি তৈরি করেছেন এই বিশ্বচরাচর।
তিনি সর্ব বৃহৎ স্থাপত্যশিল্পী।


ধন কুবেরের যেমন কুবের,
ঠিক তেমনই শ্রমিকের বিশ্বকর্মা।
শ্রমিক ছাড়া বিশ্ব অন্ধকার।
শ্রমিকের শ্রমের বলে দাঁড়িয়ে ধন কুবেরের প্রাসাদ।
তাই বিশ্বকর্মাই শ্রেষ্ঠ দেব।
শ্রমই শ্রেষ্ঠ অস্ত্র- তা শারীরিক হোক বা মানসিক।


জয় শ্রমের জয়।
জয় বাবা বিশ্বকর্মার জয়।
এই শ্রম দিবসে সকল শ্রমিক বিশ্বকর্মার পদতলে দাঁড়িয়ে
এক সাথে শপথ নাও।