রফিক, শফিক, বরকত, জব্বার
ভাষার জন্য দিয়েছে তাজা রক্ত ঢালি
ভাষার জন্য বাংলার মানুষ
নিজেকে দিয়েছে বলি।
ভাষার জন্য প্রাণ
কত রক্তের বন্যা,
ইতিহাস ঘেটে দেখি
এটি এক বিরল ঘটনা।
রক্ত রঞ্জিত রাজপথ
কণ্ঠে শুধু ধ্বনি,
বাংলা ভাষা আমার জননী।
বাংলায় কথা বলি
বাংলায় কবিতা লেখি
বাংলা আমার মায়ের ভাষা
স্মরণীয় বাহান্নর একুশে ফেব্রুয়ারি।
একুশ এলে কৃষ্ণচূড়া
রক্তে মতো ফোটে লাল,
একুশ এলে প্রভাত-ফেরী
শহীদ মিনারে ফিরে আসে প্রাণ।
মুখের ধ্বনিতে চারদিকে মুখরিত
ছেলে হারানো মায়ের গান,
যুদ্ধ করে রেখেছি মোরা
বাংলা ভাষার মান।
আমার ভাইয়ের রক্তে রাঙানো-
একুশে ফেব্রুয়ারি,
রক্তে কেনে বাংলা ভাষা
ভুলিতে নাহি পারি।