মানুষ হতে চাই, মানুষ
চাই না হতে রঙের ফানুস,
নেশায় তাদের আসক্ত করলো
তবে কি করে হবে মানুষ?
বিড়ি, সিগারেট, মদ্য, গাঁজা
গিলছে সব ভেবে তেলে ভাজা,
স্বাদ মেলে না জিলিপি, খাঁজা
তবুও কত কি খায়,
এসব খেলে তারা বুঝি
ভিষণ মজা পায়।
নেশা কত প্রকার জানেন?
মোবাইল ফোনে ক্ষতি আছে,
এ কথা কি মানেন?
তাহলে বলছি বিস্তারিত,
বলছি সে কথা খুলে-
পড়াশোনার ছলে তারা
প্রেম-ভালোবাসা করে।
বইয়ের নিচে ফোন রেখেছে
লুকিয়ে মধুর গল্প,
এ গল্প অনেক বড়
হয়না কভু অল্প।
করছে তারা প্রেম,
আবার কেউবা খেলছে গেম।
এবারে বলছি বন্ধুর কথা
বিস্তারিত লিখলে হবে কয়েক পাতা,
সংক্ষেপে তবু লিখি।
সারাদিন মাঠে ঘাটে
আড্ডায় মেতে থাকে,
অকালে ছেলে-মেয়েরা
অপকর্মে পাকে,
দিনে দিনে নানান নেশায়
পড়ছে তারা ঝুঁকে।
হঠাৎ একদিন ব্যথা উঠে
বুকের চারিদিকে,
খকখক করে কাশি হচ্ছে
থামছে না কিছুতে।
ডাক্তারের রিপোর্ট অনুযায়ী
হয়েছে যক্ষা,
এবার তাদের থামিয়ে দিলো
নেই আর রক্ষা।
মানুষের মতো মানুষ হবে
বাবা-মা'র কত স্বপ্ন,
মৃত্যুর মুখে সন্তানকে দেখে
বাঁচাতে তাঁদের বুকের রত্ন।
অনেক দেরি হয়ে গেছে
ফিরে পাবে না আদরের সন্তান,
সারা জীবনের কান্না হয়ে
চোখের জল ঝড়বে অবিরাম।