হৃদয়ের ব্যথা, সে ব্যথা দেয় মোরে জ্বালা
একে একে বছর গেলো তবু তোমায় যায়না ভোলা।
স্বপ্ন দেখিয়েছিলে, তাই স্বপ্ন দেখেছি
কথা দিয়েছিলে, তাই কথা রেখেছি
কিন্তু তুমি কেনো? আমায় ছেড়ে চলে গেলে
একলা করে ফেলে গেলে।
আমি তোমায় ভালবেসেছি,
তোমায় নিয়ে স্বপ্ন দেখেছি।
বাঁধব সুখের ঘর
কত আশা মোর মাঝে,
কিন্তু তুমি আমায় ফেলে চলে গেলে
করলে আমায় পর।
আজ-ও একা আকাশের তারার সাথে
তোমাকে ভেবে তারার সাথে কথা কই,
উত্তর পাইনা তারার কাছে
তবু মনে শান্তনা লই।
ছেড়ে ই যখন যাবে
তখন স্বপ্ন কেন দেখালে
সব সময় তোমার কথা মনে পড়ে
সন্ধ্যা, দুপুর, বিকেলে।
এক সাথে বসে কত গল্প, আড্ডা দিয়েছি
বসে শিমুল গাছের নিচে
আজ দেখি সকল স্বপ্ন
হয়ে গেছ শুধুই মিছে।
তোমার দেওয়া সকল উপহার যত্ন করে রেখেছি
যখনি মনে পড়ে তোমার কথা
বারবার তা দেখি।
তোমাকে না পাওয়ার ব্যথা
সহ্য করার মতো নয়,
এ জীবনে পাইনি তোমায়
পর জীবনে যদি পাই।
ভালবাসি তোমায়, ভালবাসি এখনও
এ হৃদয় শুধু জানে
তোমার মুখের বুলি
এখনও কানে বাজে।
মনে রবে তুমি, স্মৃতি হয়ে রবে
কখনো ভুলতে পারব না,
স্বপ্ন যখন সত্যি হবে না,
তখন কেন করলে ছলনা।