ভরা মন নিয়ে এসেছিলাম আমি
সকলের হৃদয় মাঝে
শূন্য হয়ে ফিরে এলাম আজ
নতুন স্বপ্ন দেখা কি আর সাজে?
এক বুক স্বপ্ন আর কত রং আশা
দুঃখ পেয়ে পাথর হয়েছি আমি
ভুলেছি প্রেমের ভাষা।
শত কষ্ট পেয়ে আমি
হেসেছি সবার মাঝে
সুখের জন্য হাহাকার হৃদয়
শুধু কষ্টের ঘন্টা বাজে।
ভাই বন্ধু আপনজন
সবাইকে দিয়েছি মন,
সুখের সন্ধানে।
কি পেলাম আর কি পেলাম না?
কেউ তো তা জানলে না,
এ হৃদয় শুধু জানে।
নিজের জন্য ত্যাগ স্বীকার
করেছি অনেক, আর কতবার?
হিসাব নাহি জানা।
কষ্ট আমার চিরস্থায়ী
বুঝে গেছি ভালো করে,
এই ভাবিয়া পথ চলি আমি
ফিরি না কারও ধারে।
যে চলে যাবার সে চলে গেছে
ডাকি না তারে নতুন করে,
কষ্ট আমি জরাজীর্ণ
থমকে গেছি একেবারে।