পদ্মার ঢেউ নদীর বুকে
ইলিশ মাছের ঝাঁক
মাছের গন্ধে এলো বুঝি
পহেলা বৈশাখ।
পাঞ্জাবি পড়া শতশত তরুণ
শাড়ী পড়া তরুণী
রং মেখে সং সেজেছে
এক দল কিশোর-কিশোরী।
নাগরদোলা আর পুতুল নাচে
পড়েছে হইচই
খাবারের ধুম পড়েছে
জিলিপি আর খই।
ঘরে ঘরে হালখাতার
নতুন হিসাব খোলা
বাংলার এই নববর্ষ
আনন্দের মিলন মেলা।
জারী, সারি, ভাটিয়ালি
রাতে জমে ওঠে কবিগান
বাঙালির এই উৎসবে
ভরে ওঠে সবার প্রাণ।
হঠাৎ হঠাৎ ঝড় এসে
উড়িয়ে নিয়ে যায় ঘরের চাল
টুপটাপ বৃষ্টি পড়ে
ভরে যায় নদনদী আর খাল।