ঈদ বাজারে কেনাবেচা
পড়েছে অনেক ধুম
নতুন জামা কিনবে
তাই চোখে নেই ঘুম।
পাঞ্জাবি, শাড়ি আর
রঙ বেরঙের নতুন পোশাক,
অভাবে ভরা সংসার
তবু চাই নতুন পোশাক।
ধনীর দুলাল কিনছে কাপড়
সুরমা,আতর, টুপি
গরীবের সংসারের কেরোসিন শেষ
তাই নিভে গেছে কুপী।
ধনীর কেনাকাটা দেখে
গরীব,এতিম কষ্ট পায়
ধনীর ঈদ আনন্দে কাটে
গরীবের ঈদ নাই।
গরীব শিশু কাঁদছে জোরে
খাবার ঘরে নাই,
ক্ষুধার জ্বালায় মরছে তারা
খবর নেওয়া কেউ নাই।
সবাই যদি গরীব, এতিমের পাশে
একটু এসে দাঁড়ায়
তবেই তারা একটু খানিক
সুখের ছায় পায়।
ঈদ মানে হাসি-খুশি
আনন্দ উৎসবের মেলা,
খুশির দিনে হাসবে সবাই,
ভুলবে মনের জ্বালা।