জীবন জুড়ে দেখলাম, জীবনের আজব খেলা
দিন গড়িয়ে সন্ধ্যা হলো, তবু এ খেলার শেষ হয় না বেলা।
যার তরে মোর প্রাণ বাঁধিনু, মন নাহি মোর মিলে
নয়ন দুটি আজ জলে ছলছল, শত ব্যথা পেলে।
কাঁদিতে পারি না চিৎকার করে, নীরবে নয়নের জল ঝড়ে
বন্ধু পেয়ে আজ ভুলিলে তুমি, কেনো ভুলিলে মোরে?
চলে যদি যাবে তুমি, তবে কেনো আশা বাঁধিলে?
মোরে শত আঘাত দিয়ে, কি সুখ তুমি পেলে?
হাতটি ধরে দিয়েছিলে কথা, যাবে না আমায় ছেড়ে
আজ তুমি বন্ধু পেয়ে, কেনো চলে গেলে?
আজ আমার তোমাকে ঘিরে, অনেক প্রশ্ন আছে
জানি তুমি প্রতিটি উত্তরে, বলবে কথা মিছে।
কোন দোষে তুমি আমায় করলে কেন পর?
তোমায় নিয়ে দেখেছি স্বপ্ন, বাঁধব সুখের ঘর।
ঝড়ের মতো হঠাৎ তুমি ভাঙ্গলে আশার ঘর।
একা ফেলে চলে গেলে, করলে আমায় পর।
পাথরের আঘাত সহ্য হয়, ফুলের আঘাত সহ্য হয় না
আমার মতো কপাল পোড়া, কেউ যেন আর হয় না।
সুখে থাকবে, ভালো থাকবে
এই কামনা করি,
ইচ্ছে ছিল তোমার হাতটি ধরে
বন্ধু ডেকে মরি।