.         # 'আ মরি কোলকাতা' #
                      (কবিতা)


প্রায় নেই... খেলার মাঠ, নয়নাভিরাম সবুজ
উঁচু উচুঁ অট্টালিকা করেছে প্রায় আকাশ চুরি !!
তবু, রাতের কোলকাতা উপর থেকে দেখলে-
কোথাও কোথাও মনে হয়... আহাঃ স্বপ্নপুরী।


বস্তি, অবাঞ্ছিত বহুতল, দ্রুত গ্রাস করেছে মাটি
নাভিশ্বাস উঠছে শহর কোলকাতার, প্রায় সর্বত্র
অপরিসর, ঘিঞ্জি কলোনি পথে ঢোকে না গাড়ি !!
মুহূর্তে, আগুনে খাক্ হয়ে যায় গরীবের সর্বস্ব।


'স্যাটেলাইট-টাউন' গুলি, শুধু রাতের আবাসস্থল
দিনের বেলায় শুনশান্ ! নেই মানুষের কোলাহল।
বাংলায় একমাত্র 'মেগাটাউন' শুধু শহর-কোলকাতা
জড় হচ্ছে মানুষ...নিতে কেন্দ্রীভূত সুযোগ-সুবিধা।


ঘিঞ্জি হতে হতে এ শহর হয়ে যাচ্ছে ক্রমশ...যা-তা
বাঁচবে, আমাদের সবার অতি প্রিয় শহর কোলকাতা-
যদি বাংলা জুড়ে সুষম-বিকেন্দ্রিত হয়...সব সুবিধা।
মনে হয়...
পিছিয়ে গেছে বাংলা...শুধুই আঁকড়ে কোলকাতা।


*****************************
সুব্রত ভৌমিক  ১৫-০৬-২০২৩   কোল-৭৫
*****************************