# 'অচিন-পাখি' #
         (ছড়া)


দেহ খাঁচায় অচিন পাখি
বড়ই অস্থির! করে নাচানাচি।


ধরতে গেলে ধরতে নারি
কেমন করে পড়াব বেড়ি?


উপায় একটা আছে শুনি !
ত্যাগের জীবন, গুরুর বাণী।


কে শোনে আর কার কথা !
লালসা-ই, প্রায় সবার ভরসা।


শেষে, খাঁচা ভেঙ্গে পালায় পাখি
তখন সর্বনাশের, থাকেনা বাকী !!


জীবনে...সমঝে সকলের চলা চাই
ভুলের এখানে, কোনই যে ক্ষমা নেই !!
******************************
সুব্রত ভৌমিক  ০৯-০৩-২০২১  কোল-৭৫
******************************